পর্যটনের প্রসারে এবার রেলের কামরাগুলিকেও লিজ দেওয়া হবে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পর্যটনের প্রসারে এবার রেলের কামরাগুলিকেও লিজ দেওয়া হবে

Share This

পর্যটনের প্রসারে এবার রেলের কামরাগুলিকেও লিজ দেওয়া হবে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 12/09/2021 : পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবং বিপণন, স্বাচ্ছন্দ্য, উন্নত পরিষেবা সহ পর্যটনের বিভিন্ন বিষয়ে পেশাদার আধিকারিকদের পরামর্শ অনুসারে  ভারতীয় রেল, রেল ভিত্তিক পর্যটনের প্রসার ঘটাতে উৎসাহী। এর জন্য রেলের কামরাগুলিকে লিজ দেওয়া হবে। ওই লিজ দেওয়া কামরাগুলিকে সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি পর্যটন সংক্রান্ত নানা কাজে ব্যবহার করা যাবে।

          রেলের প্রস্তাবিত মডেলের বৈশিষ্ট্য :

Ø উৎসাহী সংস্থাগুলিকে লিজ হিসেবে রেলের কামরা দেওয়া হবে। আগ্রহী সংস্থা কামরা কিনতেও পারবে।

Ø কামরাগুলির অল্প বিস্তর পুনর্নিমাণ করা যাবে।

Ø কমপক্ষে ৫ বছরের মেয়াদে কামরাগুলিকে লিজ দেওয়া হবে।

Ø কোচগুলি যতদিন ব্যবহার করা সম্ভব হবে ততদিন পর্যন্ত লিজের সময়সীমা বাড়ানো হবে।

Ø নীতি অনুযায়ী লিজ দেওয়া কামরাগুলির মধ্যে রেলের বিভিন্ন বৈশিষ্ট্যর ছোয়া  থাকবে।

Ø উৎসাহী সংস্থাগুলি বাণিজ্যিক কারণে তাদের যাত্রাপথ, ভাড়া ইত্যাদি নির্ধারণ করবে।

Ø যেসব সংস্থা এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে তাদের জন্য সরল প্রক্রিয়ায় নিবন্ধীকরণের ব্যবস্থা থাকবে।

Ø বহনের জন্য মাশুল, নির্দিষ্ট জায়গায় কামরা রাখা এবং অন্যান্য খরচ বাবদ ভারতীয় রেল সংস্থাগুলিকে বেশ কিছু ছাড় দেবে।

অন্যান্য কিছু বৈশিষ্ট্য :

Ø সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দেওয়া হবে

Ø কামরার পুনর্নির্মাণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্য অনুমতি পাওয়া যাবে

Ø কামরার সচলতা পরীক্ষা করার জন্য কোনো মাশুল নেওয়া হবেনা

Ø কামরার ভিতরে অন্য সংস্থার বিজ্ঞাপন দেওয়া যাবে এবং কামরাগুলি ব্র্যান্ডিং-এর অনুমতি দেওয়া হবে

রেল মন্ত্রক এ সংক্রান্ত নীতি-নির্দেশিকা এবং শর্তাবলী তৈরির জন্য এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যায়ে একটি কমিটি গঠন করেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages