গতকাল আসামে, আজ সিকিমে অনুভূত হল ভূকম্পন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গতকাল আসামে, আজ সিকিমে অনুভূত হল ভূকম্পন

Share This

গতকাল আসামে, আজ সিকিমে অনুভূত হল ভূকম্পন


আজ খবর (বাংলা), গ্যাংটক, সিকিম, 29/09/2021 : আজ হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর সিকিমের বিস্তীর্ন এলাকা। 

উত্তর সিকিম জায়গাটি কিছুটা ভূকম্পন প্রবণ এলাকা বলা যেতে পারে। এর আগে এই এলাকাতেই বার বার ভূকম্পন অনুভূত হয়েছে।  আজ সকাল 9টা 04 মিনিট নাগাদ উত্তর সিকিমের বিস্তীর্ন অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখ্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.3;

উত্তর সিকিমের লাচুং ও লাচেন এলাকাতেই সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। আর কিছুদিন পরেই এই এলাকাগুলিতে পর্যটকদের ভীড় লেগে যাবে। কেননা চীন সীমান্তের কাছাকাছি থাকা উত্তর সিকিমের লাচুং, লাচেন, মঙ্গন, সিংঘিক এলাকাগুলি যথেষ্ট জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যদিও আজকের ভূমিকম্পের জন্যে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই; যদিও বিস্তারিত খবরের জন্যে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সকালে আসামের তেজ্পুরেও ভূকম্পন অনুভূত হয়েছিল। রিখ্টার স্কেলে সেই ভুকম্পনের মাত্রা ছিল 3.2;

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages