মমতার বিরুদ্ধে বকেয়া মামলার উল্লেখ নেই মনোনয়নে, অভিযোগ বিজেপির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মমতার বিরুদ্ধে বকেয়া মামলার উল্লেখ নেই মনোনয়নে, অভিযোগ বিজেপির

Share This

মমতার বিরুদ্ধে বকেয়া মামলার উল্লেখ নেই মনোনয়নে, অভিযোগ বিজেপির


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 14/09/2021 : ভবানীপুরের উপ নির্বাচন নিয়ে ক্রমেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এবার তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির পেশ করা মনোনয়ন পত্র নিয়ে আপত্তি তলা হল বিজেপির তরফ থেকে।


আজ ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চিফ ইলেকশন এজেন্ট সজল ঘোষ নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি তাঁর বিরুদ্ধে যে সব মামলা এখনও বকেয়া আছে সেসব সম্বন্ধে কোনো কিছুই উল্লেখ করেন নি মনোনয়ন পত্রে। সজল ঘোষ বলেছেন, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পাঁচটি মামলায় ( 286/2018, 466/2018, 288/2018, 832/2018 ও 177/2018) মোট 14 ধারায় অভিযোগ রয়েছে। অথচ মমতা ব্যানার্জি এই বকেয়া মামলাগুলি সম্বন্ধে কোনো আলোকপাত করেন নি মনোনয়ন পত্র পেশ করার সময়। তাই তাঁর মনোনয়নপত্র আর একবার স্ক্রুটিনি করে দেখা হোক।


ভবানিপুর উপ নির্বাচনের জন্যে বিজেপির তরফ থেকে ঐ কেন্দ্রে অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে অর্জুন সিংহকে। বিজেপি অভিযোগ করেছে, অর্জুন সিংহকে অবজারভার হিসেবে নিয়োগ করার খবর পাবলিক ডোমেনে আসতেই তাঁর বাড়িকে টার্গেট করা হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, "এসব করে কোনো লাভ হাবে না। ভবানিপুর উপনির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। এমন কি ষোল আনা মসজিদে বার বার গিয়েও কোনো ফল হবে না।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages