ভবানিপুর নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ প্রিয়াঙ্কা, শ্রীজীবের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভবানিপুর নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ প্রিয়াঙ্কা, শ্রীজীবের

Share This

ভবানিপুর নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ প্রিয়াঙ্কা, শ্রীজীবের
প্রিয়াঙ্কা টিবরেওয়াল (বিজেপি)


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 13/09/2021 : ভবানিপুর উপ নির্বাচনের জন্যে আজ প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সিপিএমের শ্রীজীব বিশ্বাস।

আজ সকালে বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রথমেই যান ভবানিপুরের গোল মন্দিরে। সেখানে পূজো দিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে ধুনুচি নাচে মেতে ওঠেন তিনি। এরপর আলিপুরের সার্ভে হাউসে গিয়ে বিজেপি প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রিয়াঙ্কার হয়ে দেওয়াল লিখনও করেছেন।

শ্রীজীব বিশ্বাস (সিপিএম)


ভবানীপুরে উপনির্বাচনে জয় সুনিশ্চিত বলে দাবী করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেছেন, "ভবানিপুরকে অবিশ্বাস করেই মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গিয়ে প্রার্থী হয়েছিলেন। সেখানে হেরে এবার ফের ভবানিপুরে ফেরত এসেছেন। তাই এখানকার মানুষ তাঁকে ফিরিয়ে দেবেন। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারবেন।" জয়ের বিষয়ে নিশ্চিত প্রিয়াঙ্কা, অন্তত তাঁর বডি ল্যাঙ্গুয়েজ সেই কথাই বলছে।

এদিকে অত্যন্ত অনারম্বড়ভাবেই আলিপুর সার্ভে হাউসে এসে সিপিএমএর হয়ে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন শ্রীজীব বিশ্বাস। তৃণমূলের হয়ে মমতা ব্যানার্জি ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। এই নির্বাচনে কংগ্রেস অবশ্য কোনো প্রার্থী দাঁড় করায় নি। আইএসএফ-এর তরফ থেকেও কোনো প্রার্থী দেওয়া হয় নি এই উপনির্বাচনে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages