আজ খবর (বাংলা), আবু ধাবি, 20/09/2021 : আইপিএল ম্যাচে ব্যঙালুরুকে রীতিমত পর্যুদস্ত করে অনায়াসে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স ।
প্রথমে ব্যাট করে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙালুরু তুলেছিল মোট 92 রান।
ব্যাঙালুরুর হয়ে অধিনায়ক বিরাট কোহলি 4 বল খেলে মাত্র 5 রান তোলেন, পারিক্কাল 20 বলে 22, এস ভারত 10 বলে 16, ম্যাক্সঅয়েল 17 বলে 10, ডি ভিলিয়ার্স 1 বলে 0 রান, এস বাবি 17 বলে 7 রান, হসারাঙ্গস 1 বলে ও রান, জেমিসন 12 বলে 4 রান, প্যাটেল 10 বলে 12 রান, সিরাজ 10 বলে 8 রান এবং চাহল 6 বলে 2 রান তোলেন। 19 ওভার ব্যাট করতে গিয়ে ব্যাঙালুরু হারিয়েছিল সবকটি উইকেট।
93 রানের টার্গেট নিয়ে কেকেআর-এর হয়ে ব্যাট করতে নামেন শুভমন গিল ও ভি আইয়ার। গিল আউট হন 48 রানে (34 বলে)। ভেঙ্কটেশ আইয়ার 27 বলে 41 রান করেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছিলেন আন্দ্রে রাসেল তাঁকে একটি বলও খেলতে হয় নি। তার আগেই কেকেআর 9 উইকেটে ম্যাচ জিতে নেন মাত্র 10 ওভার ব্যাটিং করে। কলকাতার কাছে এ এক বিশাল উপহার। তাঁর 200 তম ম্যাচটিকে আর স্মরণীয় করে রাখতে পারলেন না বিরাট কোহলি।