আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, 22/09/2021 : জঙ্গী যোগ থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরে 6 জনকে সরকারী চাকরি থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হল।
অভিযোগ উঠেছিল আগেই, কিন্তু বিভাগীয় তদন্ত করে দেখার পর জঙ্গী যোগ থাকার অপরাধে 311(2)(c) ধারায় সরকারী চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হল।
যে ছয় জনকে সরকারী চালৃ থেকে বহিষ্কার করা হল তাদের নাম আবদুল হামিদ ওয়ানি, জাফর হুসেইন বাট, মহম্মদ রফি বাট, লিয়াকত আলি কাক্রু, তারিখ মেহেমুদ কোহল ও সৌকত আহমেদ খান।
সূত্র মারফত জানা গিয়েছে, এদের মধ্যে অনন্তনাগের বিজবেহেরার বাসিন্দা আবদুল হামিদ ওয়ানি ছিল এক স্কুল শিক্ষক এবং সরকারি চাকরিতে আসার আগে আল্লা টাইগার নামে জঙ্গী সহযোগী গ্রুপের জেলা কমান্ডার হিসেবে কাজ করত। সে সিলেকশন কমিটির সুপারিশে নয় জামাত-ই-ইসলামি নামে এক সংগঠনের সুপারিশে চাকরি পেয়েছিল। 2016 সালে জঙ্গী বুরহান ওয়ানির মৃত্যুর পর এই ওয়ানিই প্রধান বক্তা ও উদ্যোক্তা হয়ে উঠেছিল।
কিস্তওয়ারের বাসিন্দা জাফর হুসেইন ভাট জম্মু ও কাশ্মীর পুলিশে কনস্টেবল হিসেবে কাজ করত। সে হিজবুল মুজাহিদিনের জঙ্গীদের গাড়ি দিত যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে। 2019 সালে জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল। 30শে সেপ্টেম্বর 2019 থেকে সে জামিনে বাইরে আছে।
মহম্মদ রফি ভাটও কিস্তওয়ার অঞ্চলের বাসিন্দা। সে Road & building department এ জুনিয়ার এসিসটেন্ট হিসেবে কাজ করত। রফিও হিজবুল মুজাহিদিন জঙ্গী গোষ্ঠীকে গাড়ি সরবরাহ করত এবং জঙ্গীদের প্ল্যান মাফিক কাজকর্ম করত। এনআইএ একে গ্রেপ্তার করেছিল, বর্তমানে জামিনে আছে।
বারামুলার বাসিন্দা লিয়াকত আলি লক্রু 1983 শাল থেকে শিক্ষকতা করছিল। কিন্তু সে আসলে ছিল ট্রেনিং প্রাপ্ত সক্রিয় জঙ্গী। সহজেই বোমা বানাতে পারত। আলাদা আলাদা বছরে দুই দফায় তার হেফাজত থেকে প্রচুর অস্ত্রশস্ত্র এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।
পুঞ্চএর বাসিন্দা তারিক মেহেমুদ কোহল বন দপ্তরে রেঞ্জার অফিসাঢ় হিসেবে কাজ করত। কিন্তু একবার প্রচুর অস্ত্র, বিস্ফোরক, মাদক ও জাল নোট সহ ধরা পড়েছিল। পুলিশ জানিয়েছে সে সক্রিয়ভাবে জঙ্গী সংগঠনের সাথে যুক্ত ছিল।
বদগাঁও-এর বাসিন্দা সৌকত আহমেদ খান কাজ করত জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল হিসেবে। স্থানীয় এক বিধায়কের দেহরক্ষী হিসেবে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিধায়কের বাড়ি থেকেই সে অস্ত্র লুঠ করে ধরা পড়েছিল। এই ছয়জনকেই আজ সরকারি চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হল।