![]() |
নিজের বানানো দুর্গা প্রতিমার পাশে আদিত্য |
আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 23/09/2021 : আর কিছুদিন পরেই মা আসছেন। দেবী দুর্গার বন্দনায় মেতে উঠবে মর্ত্যবাসী। রাজ্যের পটুয়াপাড়াগুলিতে তাই চুড়ান্ত ব্যস্ততা, প্রতিমা গড়ার কাজ এগিয়ে চলেছে। এদিকে আরও এক কিশোর তৈরি করে ফেলেছে এক ফুটের এক অভিনব দুর্গা প্রতিমা।
জলপাইগুড়ির মার্চেন্ট রোডের বাসিন্দা আদিত্য সিং এক ফুট উচ্চতার সুন্দর একটি দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছে একা হাতেই।
আদিত্যর তৈরি দুর্গা প্রতিমা অবশ্য মাটির তৈরি নয়। সে দুর্গা প্রতিমা বানিয়েছে স্রেফ কাগজ দিয়ে। কাগজ দিয়ে দুর্গা তৈরি করে সে নিপুন হাতে রঙ তুলির কাজ করে সম্পূর্ণ করেছে তার দুর্গা তথা শিল্পকর্মকে।
কাগজের তৈরি এই দুর্গা প্রতিমা তৈরি করতে আদিত্যর লেগেছে দুই মাস। তবে ভবিষ্যতে মাটি দিয়েও দুর্গা প্রতিমা তৈরির তার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছে আদিত্য। একরাশ রঙিন স্বপ্ন কিশোরের দু'চোখে।