আজ খবর (বাংলা), পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, 06/08/2021 : বন্যার কবল থেকে আজ 23 বছর বয়সী এক অন্তসত্বা মহিলাকে উদ্ধার করলেন এনডিআরএফ- এর জওয়ানরা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অন্তর্গত দীর্ঘগ্রামে বন্যার জল ক্রমেই বেড়ে যাচ্ছিল। সেই বন্যায় আটকে পড়েছিলেন ঐ মহিলার পরিবার। আজ ভোর রাত্রে একটি ফোন পেয়ে ঐ এলাকায় 4 মাসের অন্তসত্বা মহিলাকে নৌকা নিয়ে উদ্ধার করে এনডিআরএফ। ঐ মহিলার পরিবারের বাকি সদস্যদেরকেও উদ্ধার করা হয়েছে। অন্তসত্বা ঐ মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অঞ্চলে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শুধু মেদিনীপুর নয়, দামোদরের জলে বানভাসি অবস্থা হাওড়া ও গুগলি জেলার একাংশেও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই হাওড়ার আমতা অঞ্চল স্থলপথে পরিদর্শন করেছেন এবং অন্যান্য জায়গাগুলি আকাশপথে পরিদর্শন করেছেন। তিনি এই বন্যাকে 'ম্যান মেড' বন্যা বলে চিহ্নিত করেছেন।