ভারতে আসছে Johnson & Johnson এর সিঙ্গল ডোজ ভ্যাকসিন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারতে আসছে Johnson & Johnson এর সিঙ্গল ডোজ ভ্যাকসিন

Share This

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 07/08/2021 : এবার ভারতে আসছে মার্কিন ঔষধি জগতের জায়ান্ট কোম্পানি Johnson & Johnson এর সিঙ্গল ডোজ কোভিড ভ্যাকসিন। ভারতে তৈরি কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পাশাপাশি এবার এই মার্কিন ভ্যাকসিনও দেওয়া হবে বলে জনা গিয়েছে। আমেরিকার এই ওষুধ কোম্পানি ভারতের কাছে অনুমোদনের জন্যে ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল। ভারত এই কোম্পানিকে জরুরী ভিত্তিক ছাড়পত্র দিয়েছে।  Johnson & Johnson যে কোভিড 19এর ভ্যাকসিন তৈরি করেছে সেটি সিঙ্গল ডোজের প্রতিষেধক, অর্থাৎ একটি ডোজ নিলেই চলবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই প্রতিষেধক করোনা ভাইরাসের বিরুদ্ধে 85% সফল।  প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত ভারতে মোট 50 কোটি মানুষ ভারতে তৈরি করোনার প্রতিষেধক পেয়েছে।


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 07/08/2021 : এবার ভারতে আসছে মার্কিন ঔষধি জগতের জায়ান্ট কোম্পানি Johnson & Johnson এর সিঙ্গল ডোজ কোভিড ভ্যাকসিন।

ভারতে তৈরি কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পাশাপাশি এবার এই মার্কিন ভ্যাকসিনও দেওয়া হবে বলে জনা গিয়েছে। আমেরিকার এই ওষুধ কোম্পানি ভারতের কাছে অনুমোদনের জন্যে ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল। ভারত এই কোম্পানিকে জরুরী ভিত্তিক ছাড়পত্র দিয়েছে। 

Johnson & Johnson যে কোভিড 19এর ভ্যাকসিন তৈরি করেছে সেটি সিঙ্গল ডোজের প্রতিষেধক, অর্থাৎ একটি ডোজ নিলেই চলবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই প্রতিষেধক করোনা ভাইরাসের বিরুদ্ধে 85% সফল। 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত ভারতে মোট 50 কোটি মানুষ ভারতে তৈরি করোনার প্রতিষেধক পেয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages