আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 25/08/2021 : কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী মনোজ যোশী সোমবার এক উচ্চপর্যায়ের বৈঠকে মেট্রো রেলের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
শ্রী যোশী আধিকারিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বিভিন্ন প্রকল্পে প্রয়োজনীয় সরঞ্জাম কতটা রয়েছে, সে বিষয়ে খোঁজ খবর নেন। আইসিএফ –এর থেকে বিভিন্ন যন্ত্রাংশ আনার বিষয়েও তিনি আলোচনা করেন।
মেট্রো রেলের যে সব কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের কোভিড টিকার দ্বিতীয় ডোজ এখনও নেওয়া হয় নি, তাদের জন্য বিভিন্ন জায়গায় টিকাকরণ শিবিরের আয়োজন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
Loading...