আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/08/2021 : পশ্চিমবঙ্গ পুলিশের আইপিএস ক্যাডারের যে সব অফিসারদের কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল, সেই সব অফিসারদের বিভিন্ন পোস্টিং দিয়ে দাযিত্বে ফেরাল রাজ্য সরকার।
কম্পালসারি ওয়েটিংএ থাকা আইপিএস অফিসারদের মধ্যে রাজেশ কুমারকে পুলিশের প্রভিশনিং এডিজি ও আইজিপি পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
অজয় কুমার নন্দাকে পুলিশের টেলিকমিউনিকেশন শাখার এডিজি ও আই জিপি পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
মিতেশ জৈনকে পুলিশের সিভিল ডিফেন্সএর ডিআইজি পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
সুকেশ কুমার জৈনকে কৃষ্ণনগরের এসএপি নবম ব্যাটেলিয়ানের ডিআইজি পোস্ট দেওয়া হয়েছে।
কুনাল আগরওয়ালকে সালুয়া ইএফআর-এর সেকেন্ড ব্যাটেলিয়ানের ডিআইজি পোস্ট দেওয়া হয়েছে।
শ্রীমুকেশকে পুলিশের WBNVF-এর ডিআইজি পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
সুনীল কুমার যাদবকে কলকাতা আর্ম পুলিশের ফার্স্ট ব্যাটেলিয়ানের ডিসি পোস্ট দেওয়া হয়েছে।
সুরেশ কুমার চারিভেকে পুলিশের টেলিকমিউনিকেশন শাখার এসপি পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
অমিত কুমার সিংকে ব্যারাকপুর এসভিএসপিএ শাখার ভাইস প্রিন্সিপাল করা হয়েছে।
অজিত সিং যাদবকে বন প্রতিরক্ষা দপ্তরের এসপি পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, নিমা নরবু ভুটিয়া সিআইডির 11তম ব্যাটেলিয়ানের দাযিত্বে ছিলেন, তাঁকে সেই দায়িত্ব পালং করার নির্দেশ দেওয়া হয়েছে।