আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 31/08/2021 : কোভিড মহামারীর কারণে বর্তমান বিধিনিষেধের মধ্যেও শহরের সমস্ত মেট্রো প্রকল্পের কাজ সুচারুভাবে চলছে। বিমানবন্দর মেট্রো প্রকল্পে বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। এরই অঙ্গ হিসেবে বিমানবন্দর মোট্রো স্টেশনে ৬৪ মিটার দীর্ঘ আরসিসি বক্স সুরঙ্গের স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ব্যস্ততম ভিআইপি রোড এবং বিমানবন্দরের প্রবেশ পথে ৬৩২ ঘন মিটার কংক্রিটের ঢালাই করা হয়েছে।
এই কাজ খুব কঠিন ছিল, কারণ দুটি অত্যন্ত ব্যস্ত রাস্তায় যান চলাচলের মধ্যে এই কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে দিকে লক্ষ্য রাখা হয়। এই ঢালাইয়ের কাজ শুক্রবার বিকেল সাড়ে চারটের শুরু হয়, শনিবার রাত ১২টা ৫৩ মিনিটে সম্পন্ন হয়।
এদিকে জোকা - বিবাদি বাগ মেট্রো স্টেশনের কাজ চলছে জোর কদমে। দ্রুত এই প্রজেক্ট এর কাজ শেষ করতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোরেল চালানো হবে পরের পর্যায়ে তারাতলা থেকে মমিনপুর পর্যন্ত ভূগর্ভস্থ মেট্রো ছুটবে বিবাদীবাগ পর্যন্ত থেকে তারাতলা পর্যন্ত রেল স্টেশন গুলির নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলছে ইলেকট্রিক ওয়ারিং এর কাজ চলছে প্রাথমিক পর্যায়ের কাজ এই বছরের মধ্যেই শেষ করে ফেলা হবে কাজ শেষ করে মেট্রো পরিষেবা চালু করতে তৎপর রয়েছে মেট্রো কর্তৃপক্ষ তবে বাস্তবে হয়তো আরো কিছুদিন অতিরিক্ত সময় লাগতে পারে অধীর আগ্রহে বেহালার অগণিত মানুষ তাকিয়ে আছেন সেই দিনটার দিকে যেদিন বেহালার বুকে মেট্রোরেল শুরু করবে তার স্বপ্নের দৌড়।