আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 17/08/2021 : অশান্ত কাবুল থেকে ভারতীয় দূতাবাসের 120 জন কর্মীকে উদ্ধার করে নিয়ে এল ভারতীয় বিমানবাহিনীর একটি C-17 বিমান।
দ্রুত বদলে যাওয়া আফগানিস্তানের পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলেছে ভারত। আপত্কালীন ব্যবস্থা হিসেবে কাবুলের ভারতীয় দূতাবাসে কর্মরত 120 জন কর্মীকে কাবুল থেকে বিমানে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে ভারত।
গত রবিবার তালিবানের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে আফগান সরকার। গোটা আফগানিস্তান দেশটার দখল নিয়েছে তালিবান। ভারত সে দেশে থাকা ভারতীয়দের অনেক আগেই সতর্ক করে আফগানিস্তান ত্যাগ করার কথা বলেছিল। একই দিনে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে চাপিয়ে 129 জনকে কাবুল থেকে উদ্ধার করে নতুন দিল্লীতে ফিরিয়ে এনেছে ভারত।