আজ খবর (বাংলা), বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ? 22/08/2021 : বেহালাতে রাখিবন্ধন উৎসব উপলক্ষে মাস্ক বিতরণ করতে এসে বিজেপির সায়ন্তন বসু কে হুমকি পার্থ চ্যাটার্জির।
বাংলার রাজনীতিতে নারী' একটি নিবন্ধ লিখেছিলেন অজন্তা বিশ্বাস সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ ছিল তার জন্য সিপিএম তাকে ছয় মাসের জন্য সাসপেন্ড করেছে, এই প্রশ্নের উত্তরে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চ্যাটার্জি বললেন- "অজন্তা বিশ্বাস যদি লিখে থাকেন তাহলে তার সাহিত্যিক গুনটাকেই বিচার করা উচিত ছিল। শাস্তি দেওয়াটাকে আমি মোটেও সমর্থন করিনা।"
উত্তরবঙ্গ ভাগের ব্যাপারে দিলীপ ঘোষের কথার উত্তরে পার্থ চ্যাটার্জি বললেন, "ওরা তো অশান্তি চায়। নির্বাচনের সময় ওরা অশান্তি করলো, শারীরিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেলেন। একাংশ মিডিয়াকে তারা ব্যবহার করে একটা বিশৃংখলার আবহাওয়া তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে পরাজিত করার জন্য, বাংলা তার যোগ্য জবাব দিয়েছ। কখনো পাহাড়ে গন্ডগোল লাগাচ্ছে, কখনো উত্তরবঙ্গে গন্ডগোল লাগাবার চেষ্টা করছে। এই বিচ্ছিন্নবাদী শক্তিগুলোকে তারা মদত দিচ্ছে, এরফলে দেশকে অখণ্ড রাখার ক্ষেত্রে যে বিপদ সেই বিপদ সম্পর্কে বিজেপি সজাগ নয় সতর্ক নয়। আমরা রক্ত দেব তবু বাংলা কে আর টুকরো টুকরো হতে দেবো না।"
'রাখির দিনে বিজেপির একজন নেতা সায়ন্তন বসু তিনি বলেছেন কালীঘাটে একজন তালিবানি বসে আছেন যদি রাখি পড়াতে হয় তাহলে ওনাকে গিয়ে পড়ান' এর উত্তরে পার্থ চ্যাটার্জি জানালেন, "এসব অর্ধ মনস্ক মানসিকতার লোক তাদের নিয়ে কি করবেন। এরা বুঝে গেছে এমন টাটকা কিছু কথা বলতে হবে যাতে ওকে দেখানো যায় এমনিতে মানুষের মনে ওরা মুছে গেছে। যিনি এই কথাটা বলেছেন এরকম বহু কথাই বিজেপির লোক এদিক ওদিক বলে বেড়াচ্ছে, আমি তাদের সাবধান করছি সায়ন্তন বাবু কেও সাবধান করছি তিনি এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন না হলে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না।"
রিপোর্ট : জয় গুহ