যূব সমাজকে নেশামুক্ত করতে রাখীর দিন পথ নাটিকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


যূব সমাজকে নেশামুক্ত করতে রাখীর দিন পথ নাটিকা

Share This

যূব সমাজকে নেশামুক্ত করতে রাখীর দিন পথ নাটিকা


আজ খবর, (বাংলা), রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 22/08/2021 : দিন দিন যূব সমাজ ভয়ানক নেশার মায়াজালে জড়িয়ে পড়ছে। যুবসমাজ এই নেশার মায়াজাল থেকে বের হতে চাইলেও সঠিক উপায় না জানার কারনে নেশার কবল থেকে বের হতে না পেরে হতাশায় ভুগছে। তাঁদের সঠিক মুক্তির পথ দেখানো ও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পবিত্র রাখীবন্ধন উৎসবের দিনে পথনাটিকার মাধ্যমে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জের "  মুক্তির পথ রায়গঞ্জ"।

 রায়গঞ্জের পানিশালা, দূর্গাপুর ও রায়গঞ্জ শহরের রেল স্টেশন এবং রায়গঞ্জ ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় দিনভর মাদক বিরোধী সচেতনতা শিবির ও পথনাটিকা করল " মুক্তির পথ রায়গঞ্জ " নামে স্বেচ্ছাসেবী সংগঠন ও " শিলিগুড়ি সেরেনিটি ফাউন্ডেশন "। মাদক বিরোধী  সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন মুক্তির পথ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রনব দেবনাথ, সম্পাদক শামিম আখতার, শিলিগুড়ি সেরেনিটি ফাউন্ডেশনের কর্নধার কৌশিক মিত্র, উত্তর দিনাজপুর জেলা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক সুব্রত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।  মুক্তির পথ রায়গঞ্জ এর সম্পাদক শামিম আখতার জানিয়েছেন, নেশামুক্ত সমাজ গড়তে পথনাটিকার মাধ্যমে যুবকদের মধ্যে সচেতন করার উদ্যোগ নিয়েছি।

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages