ত্রিপুরার জঙ্গলে আটক প্রচুর চোরাই কাঠ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ত্রিপুরার জঙ্গলে আটক প্রচুর চোরাই কাঠ

Share This

ত্রিপুরার জঙ্গলে আটক প্রচুর চোরাই কাঠ


আজ খবর (বাংলা), তেলিয়ামুড়া, ত্রিপুরা, 23/08/2021 : গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা সোমবার ভোর ৫টা নাগাদ অভিযান চালিয়ে একটি চার চাকা মাল বাহী অটো গাড়ি সহ প্রচুর পরিমাণ বনের বহু মূল্যবান অবৈধ চেরাই কাঠ উদ্ধার করল। 

ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন দাওছড়া অন্তর্গত রাবার বাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TR06B -1529 নম্বরের একটি  অটো গাড়ি উত্তর মহারানী  এলাকার গভীর বনাঞ্চলে প্রবেশ করে রাতের অন্ধকারে অবৈধ চেরাই কাঠ গাড়িতে লোডিং করার জন্য। এই খবরের ভিক্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা সোমবার ভোরে দাওছড়া এলাকায় ওঁত পেতে বসে থাকেন।  



কিছুক্ষণ পরেই দেখা যায় অবৈধ কাঠ বোঝাই অটো গাড়িটি আসছে। এরপর বনকর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করেন এবং দাওছড়া এলাকায়  একটি রাবার বাগানে  এসে বনকর্মীরা গাড়িটি আটক করেন। পরে বন দপ্তরের কর্মীরা  অবৈধ কাঠ বোঝাই গাড়িটি  তেলিয়ামুড়া স্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন। জানা যায় গাড়িতে থাকা অবৈধ চেরাই কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আনুমানিক সাড়ে তিন লক্ষাধিক টাকা। এদিকে ওই এলাকাটি ঘন বনাঞ্চল হওয়ার ফলে অবৈধ কাঠ বোঝাই গাড়িতে থাকা চালক ও সহ চালক ঘন বনাঞ্চলের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়, এমনটাই তেলিয়ামুড়া বনদপ্তর অফিস সূত্রে খবর।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages