আজ খবর (বাংলা), চোপরা, উত্তর দিনাজপুর, 07/08/2021 : এবার একাদশ শ্রেণীতে ভর্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রী এবং অবিভাবকদের।
একাদশ শ্রেণিতে ভর্তি করানোর দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালিগঞ্জ এলাকায়। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।
করোনা মহামারীর কারণে মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্যের সমস্ত স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। এবার একাদশ শ্রেণীতে ভর্তির পালা। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে সর্বোচ্চ ৪০০ জন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীকে একাদশ শ্রেণীতে ভর্তি করা যাবে কালিগঞ্জ হাই স্কুলে। কিন্তু, মধ্যশিক্ষা পর্ষদের তরফে সবাইকে পাশ করিয়ে দেওয়ায়, এবছর কালিগঞ্জ হাই স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর সংখ্যা মোট ৭২৯ জন। স্কুল শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী, কালিগঞ্জ হাই স্কুলে ৭২৯ জনের মধ্যে ৪০০ জন ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তি করানো হয়েছে। আর এর ফলে ৩২৯ জন ছাত্র-ছাত্রীকে স্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি করানো সম্ভব হয় নি।
এই ৩২৯ জন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে একাদশ শ্রেণিতে ভর্তি করানোর দাবিতে, আজ কালিগঞ্জ বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বিক্ষোভে সামিল হন অভিভাবকেরাও। রাস্তা অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে তাদেরকে একাদশ শ্রেণিতে ভর্তি করানো হোক। স্কুলে ভর্তি হতে না পারলে, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন একাদশ শ্রেণিতে ভর্তি হতে না পারা ছাত্র-ছাত্রীরা।