আজ খবর (বাংলা), লাহোর, পাকিস্তান, 20/08/2021 : পাকিস্তানের লাহোর দুর্গে রঞ্জিত সিংহের ব্রোঞ্জ মূর্তিটি যে আততায়ী ভেঙ্গে দিয়েছিল, সেই রিজওয়ান নামের আততায়ীকে আজ জামিন দিয়ে দিল পাকিস্তানের আদালত। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের পুলিশ।
রিজওয়ানের আইনজীবী জানিয়েছেন পুলিশ তাদের তদন্ত শেষ করেছে এবং ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি উদ্ধার করেছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ঐ হাতুড়ি দিয়েই সম্ভবত রঞ্জিত সিংহের ব্রোঞ্জ এর মূর্তিটি ভেঙেছিল রিজওয়ান। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের 27শে জুন পঞ্জাবের প্রাক্তন শাসক রঞ্জিত সিংহের 180 তম জন্মদিবস উপলক্ষ্যে লাহোর ফোর্টে 9 ফুট উঁচু ঐ মূর্তিটি উনমোচন করা হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে রিজওয়ান নামের ঐ ব্যক্তি রঞ্জিত সিংহের ব্রোঞ্জ এর মূর্তিটি ভেঙ্গে দেয়। অবশ্য এর আগেও ঐ মূর্তিটি ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছিল দুষ্কৃতীরা। 2020 সালের ডিসেম্বর মাসেও ঐ মূর্তি ভেঙ্গে ফেলার চেষ্টা হয়েছিল। এভাবেই পরপর তিনবার আক্রান্ত হল রঞ্জিত সিংহের ঐ মূর্তিটি। শিখ সম্প্রদায়ের ভাবাবেগের কাছে যা কিনা যথেষ্ট যন্ত্রনাদায়ক।