আজ খবর (বাংলা), সোমনাথ, গুজরাট, 20/08/2021 : গুজরাটের সোমনাথে একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে সন্ত্রাসবাদ কে ফের একবার কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত 15ই অগষ্ট যখন ভারত দেশের মাটিতে 75তম স্বাধীনতা দিবস পালন করছিল, ঠিক তখন আফগানিস্তানের স্বাধীনতা খর্ব করে সে দেশের দখল নিয়েছিল তালিবান জঙ্গী গোষ্ঠী। গোটা আফগানিস্তান জুড়ে এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আজ সকালে কাবুল, কান্দাহার সহ আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে তালিবান গোষ্ঠী। ভারত ইতিমধ্যেই সেই দূতাবাস খালি করে ভারতীয় ও গুরুত্বপূর্ণ নথী সরানোর ব্যাবস্থা গ্রহণ করেছে।
আজ ভার্চুয়াল মাধ্যমে সোমনাথের একাধিক প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ধ্বংসাত্মক শক্তি ও জে সব মানুষ সন্ত্রাস ছড়িয়ে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, তারা কিছুদিনের জন্যে সাম্রাজ্য বিস্তার করে বটে, তবে সেই সাম্রাজ্য বেশি দিনের জন্যে স্থায়ী হয় না। এই অশুভ শক্তি মানবতাকে দীর্ঘদিন ধরে দমিয়ে রাখতে পারে না।" প্রধানমন্ত্রীর ইঙ্গিত যে তালিবান গোষ্ঠীকেই কটাক্ষ করে তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমাদের আরও সুদৃঢ় ভবিষ্যত গড়ে তুলতে হবে। এক নতুন ভারত গড়ে তুলতে হবে। আমাদের জন্যে, ইতিহাসের মুল হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস।"
সোমনাথের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং বর্ষীয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবাণী।