আজ খবর (বাংলা), কাবুল, আফগানিস্তান, 18/08/2021 : তালিবান দখল করে নিয়েছে গোটা দেশ। আফগান এবং অন্যান্য ধর্মাবলম্বীরা যখন দেশ ছেড়ে পালাচ্ছে তখন অকুতোভয় হিন্দু পুরোহিত রাজেশ কুমার। তিনি কিন্তু আফগানিস্তান ছেড়ে পালাতে এতটুকুও সচেষ্ট হন নি। আর পাঁচটা দিনের মতই মন্দিরের পূজো অর্চনা নিয়ে ব্যস্ত থেকেছেন।
গত রবিবার কাবুল দখল করে নিয়েছে তালিবানরা। তাদের ভয়ে দেশ ছেড়ে পালাতে শুরু করেছে আফগানরা। বিভিন্ন দেশ বিমান পাঠিয়ে সে দেশে কর্মরত আধিকারিকদের তুলে নিয়ে আসছে। দেশ জুড়ে ত্রাহি ত্রাহি রব। যেন বিপদের ঘন্টা বাজছে আফগানিস্তানের আকাশে বাতাসে।
এতকিছুর মধ্যেও কিন্তু কাবুলে মন্দিরের মধ্যে বাজছে ঘন্টাধ্বনি। আর পাঁচটা দিনের মতই ঐ হিন্দু মন্দিরে চলছে পূজা অর্চনা। অনেকেই পুরোহিত রাজেশ কুমারকে পালাতে বলেছে। কিন্তু পালায় নি সে। রাজেশ জানিয়েছে বিগত 100 বছর ধরে তার পুর্ব পুরুষরা এই মন্দিরে পূজা করেছেন। তাই রাজেশ নিজেও এই মন্দির ছেড়ে যাবে না। পূজা পাঠ চালিয়ে যাবে। এতে যদি তালিবানরা তাকে হত্যাও করে, তবে তাকে ঈশ্বরের সেবা হিসেবেই মেনে নেবে সে। তাই সে পালাবে না।
বহুকাল আগে ভারতের অংশ ছিল এই আফগানিস্তান। একটা সময় নাম ছিল গান্ধার। এই জায়গায় ছিল বহু হিন্দু, শিখ ও ইহুদিদের বাস। কিন্তু পরবর্তিকালে হিন্দুদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে আফগানিস্তান থেকে। রাজেশকে অন্যত্র আশ্রয়ের কথা বলা হলেও সে ঐ মন্দির ছেড়ে যেতে রাজি হয় নি।