কার্বন ডাই অক্সাইডের ট্যাঙ্কার ফেটে আতঙ্ক বর্ধমানে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কার্বন ডাই অক্সাইডের ট্যাঙ্কার ফেটে আতঙ্ক বর্ধমানে

Share This

কার্বন ডাই অক্সাইডের ট্যাঙ্কার ফেটে আতঙ্ক বর্ধমানে


আজ খবর (বাংলা), বর্ধমান, পশ্চিমবঙ্গ, 06/08/2021 : সাত সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল বর্ধমানের তেলিপুকুর এলাকা।

শুক্রবার কাকভোরে ট্যাঙ্কার ফেটে গিয়ে  লিকুইড কার্বন ডাই অক্সাইড লিক করে ভয়ংকর বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল বর্ধমান। জাতীয় সড়কের পাশের পল্লীতে আতঙ্ক ছড়ালেও পুলিশ ও দমকলের তৎপরতায় পরিস্থিতি চট জলদি নিয়ন্ত্রণে আসে। 


এদিন ভোরে লক্ষ্ণৌ থেকে কলকাতাগামী একটি ট্যাঙ্কারের হুইল কেটে বার্স্ট করে যায়। এস আই সি জি আই এলের  গাড়িটি লিকুইড কার্বন ডাই অক্সাইডে ভরা ছিল। সম্ভবত আগে থেকেই অল্প লিকেজ ছিল ঐ ট্যাঙ্কারে। বর্ধমান শহরের পাশে জাতীয় সড়কের তেলিপুকুরে প্রশাসনিক ভবনের কাছে ট্যাঙ্কারটি হঠাৎ করেই বার্স্ট করে। 

সঙ্গে সঙ্গে গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। ছড়ায় আতঙ্ক। আশেপাশের এলাকার মানুষ ভয়ে দূরে সরে যান। দ্রুত দমকল আর পুলিশ ঘটনাস্থলে আসে। দমকলের দুটি ইঞ্জিন গ্যাস রিলিজ করে  গাড়িটিকে নিরাপদ দুরত্বে নিয়ে যায়। পুলিশও দ্রুত কাজে হাত লাগায়। শেষ পর্যন্ত বড় কোন বিপত্তি এড়ানো গিয়েছে। এলাকার বাসিন্দা পাপন মিত্র জানান, "গ্যাস ছড়িয়ে পড়ায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম। প্রশাসনের উদ্যোগ তারিফ করার মত।"

রিপোর্ট : দেবকল্প রায়

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages