আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 31/08/2021 : ইউরোপ ও আফ্রিকায় সৌজন্য সফরে গিয়ে ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ তাবর গত ২৯ অগাস্ট আলজেরিয়ার নৌ যুদ্ধ জাহাজ এজ্জাদজের সঙ্গে এক মহড়ায় অংশ নেয়।
নৌ-বাণিজ্য ক্ষেত্রে দু’দেশের মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে এই মহড়া আয়োজিত হয়। আলজেরিয়ার উপকূলে ভারতীয় নৌ-বাহিনীর সঙ্গে প্রথম মহড়ায় সেদেশের অন্যতম যুদ্ধ জাহাজ এজ্জাদজের অংশ নেয়।
মহড়ার অঙ্গ হিসাবে অভিযান পরিচালনায় সমন্বয়মূলক যোগাযোগ এবং রণকৌশল সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ ধরনের মহড়ার ফলে উভয় দেশের নৌ-বাহিনীই পারস্পরিক অভিযান পরিচালনা এবং রণকৌশল সম্পর্কিত বিষয়ে আরও বেশি অবগত হয়ে উঠবে। একই সঙ্গে, ভবিষ্যতে দু’দেশের বাহিনীর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্ভাবনা আরও প্রসারিত হবে।