জলপাইগুড়ির কাছে হাতির তাণ্ডব - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জলপাইগুড়ির কাছে হাতির তাণ্ডব

Share This

জলপাইগুড়ির কাছে হাতির তাণ্ডব


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 06/08/2021 : জলপাইগুড়ি সদর ব্লকের বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন রঙধামালি নতুন বস্তি এলাকায় হাতির তাণ্ডব শুরু হয়ছে।

সূত্রের খবর, আজ সকালে চারটি হাতির দল এই এলাকায় ঢুকে পড়ে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে ইতিমধ্যে, বলে খবর পাওয়া গিয়েছে।  জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং বনকর্মীরা ঘটনাস্থলে থেকে গোটা বিষয়টা পর্যবেক্ষণ করছেন। হাতির দলকে বৈকন্ঠপুর বনবিভাগের বোদাগঞ্জ ফরেস্টে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। 

লোকালয়ে হাতির হানায় উদ্বেগ বেড়েছে এলাকায়। আতঙ্কের মাঝেও মানুষ ভিড় জমিয়েছেন হাতির তান্ডবলীলা দেখার জন্যে। হাতির দলটি এখনও স্বমহিমায় বিচরন করে চলেছে নানা প্রান্তে। বন দপ্তরের তরফে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য, মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।

রিপোর্ট : সুতপা পোদ্দার 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages