আজ খবর (বাংলা), জয়পুর, রাজস্থান, 25/08/2021 : একটি কুকুরকে বেধড়ক প্রহার করার জন্যে হাজতে যেতে হল জয়পুরের এক বাসিন্দাকে।
জয়পুর শহরের আদর্শ নগরের বাসিন্দা গুড্ডু বাল্মিকী নামে এক বাসিন্দা একটি কুকুরকে লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করছিল। প্রবল আতঙ্কে এবং অঘাত্প্রাপ্ত হয়ে কুকুরটি চিত্কার করে যাচ্ছিল।
গোটা ঘটনাটি কেউ মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। গর্জে ওঠেন গোটা দেশ বিদেশের নেটিজেনরা। তুমুল প্রতিবাদে তাঁরা সোচ্চার হয়ে ওঠেন। ঐ ব্যক্তির শাস্তির দাবী করতে থাকেন।
আজ সকালে জয়পুরের প্রতাপ নগরের বাসিন্দা জনৈক মুরলি সৈনি স্থানীয় থানায় গিয়ে ঐ ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এরপর পুলিশ গিয়ে গুড্ডু বাল্মিকী নামে ঐ ব্যক্তিকে সংবিধানের 428 ধারায় গ্রেপ্তার করে। নিষ্ঠুর মানসিকতার গুড্ডু বাল্মিকী এখন হাজতবাস করছে।
Loading...