আজ খবর (বাংলা), টোকিও, জাপান, 05/08/2021 : অলিম্পিকে জার্মানিকে 5-4 গোলে হারিয়ে হকিতে ভারত ব্রোঞ্জ পদক জিতে নিল। 41 বছর পর অলিম্পিকের হকিতে ভারতের 'চক দে ইন্ডিয়া' গোটা দেশকেই স্বস্তি দিয়েছে।
অলিম্পিকে পুরুষদের হকি বিভাগে ভারত যথেষ্ট আশা জাগিয়েছিল। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও ফাইনালে উঠতে পারে নি। তবু তৃতীয় হওয়ার লক্ষে এগিয়ে গিয়েছিল ভারতীয় হকি দল। এবার জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিল ভারত।
জার্মানির সাথে ম্যাচটি যথেষ্ট উপভোগ্য ছিল। টান টান উত্তেজনা ছিলই। হরমনপ্রীত এই ম্যাচে দুটি গোল করেছেন। হার্দিক, রুপিন্দরও পেয়েছেন একটি করে গোল। একটা সময় 3-1 গোলে এগিয়ে থেকেও জার্মানি ম্যাচের শেষে পরাজিত হয়েছে।
41 বছর পর অলিম্পিক হকিতে ব্রোঞ্জ আসতেই উল্লাসে ফেটে পড়েন ভারতীয়রা। দেশব্যাপী বইতে থাকে শুভেচ্ছার বন্যা। ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, জগদীপ ধনকর এবং অন্যান্যরা।
Loading...