দিনাজপুরে দুয়ারে সরকার শিবিরে ভীড় উপচে পড়ছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিনাজপুরে দুয়ারে সরকার শিবিরে ভীড় উপচে পড়ছে

Share This

দিনাজপুরে দুয়ারে সরকার শিবিরে ভীড় উপচে পড়ছে


আজ খবর (বাংলা), করণদিঘি, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, 19/08/2021 : মমতা বন্দোপাধ্যায়ের সরকারের হ্যাট্রিকের পর আবারও দুয়ারে সরকার " কর্মসূচী শুরু হয়েছে।   দুয়ারে সরকার ও  পাড়ায় সমাধান কর্মসূচীতে উত্তর দিনাজপুর জেলার শিবিরগুলিতে হাজার হাজার মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে আবেদন করছেন। করনদিঘী ব্লকের দোমোহনা গ্রামপঞ্চায়েত অফিস চত্বরে দুয়ারে সরকার শিবিরে সাধারন মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। এরমধ্যে  " লক্ষীর ভান্ডার " প্রকল্পে নাম নথিভুক্ত করতে শহরের মহিলাদের উপস্থিতি নজর কেড়েছে।  এর পাশাপাশি স্বাস্থ্যসাথী,  স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্যও বহু মানুষকে লাইন দিতে দেখা গিয়েছে। আজকের দুয়ারে কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার মহকুমাশাসক সপ্তর্ষি নাগ,  করনদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল সহ বিশিষ্ট আধিকারিকেরা।


২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রকল্প " লক্ষীর ভান্ডার "।  মুখ্যমন্ত্রীর এই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও মহিলাদের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়েছে। গতকাল ১৬ আগস্ট থেকে দ্বিতীয় দফায় শুরু হয় রাজ্য সরকারের " দুয়ারে সরকার " কর্মসূচি।  নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবারের দুয়ারে সরকার কর্মসূচীতে শিবিরগুলিতে " লক্ষীর ভান্ডার " খুলেছে রাজ্য সরকার।  যেখানে শুধু গ্রামেরই নয়  রায়গঞ্জ শহরের হাজার হাজার মহিলা গৃহবধূ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছেন। শুধু লক্ষীর ভান্ডার নয় মুখ্যমন্ত্রীর ঘোষনা মতো স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্যও বহু ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা ফর্ম ফিলাপ করছেন। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে যেখানে রাজ্যের সরকার মানুষের ঘরের কাছে এসেছে সেই সুবিধা পেতে দুয়ারে সরকার  শিবিরগুলিতে ভীড় উপচে পড়েছে। প্রতিটি উপভোক্তা থেকে সুবিধা প্রাপকদের মুখে আজ শুধুই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়গান। 


বুধবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হল করণদিঘি ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতে। এদিন দোমোহনা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচুর মানুষ এসে লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির জন্য আবেদন করলেন। বিধায়ক গৌতম পাল বলেন, দুয়ারে সরকার কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষকে সাহায্য করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ফলে খুব সহজেই উন্নয়নমূলক প্রকল্পগুলির আবেদন করতে পারছে সাধারণ মানুষ। এখানে আগামী ৩১ আগস্ট আবার দুয়ারে সরকার হবে। এদিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় দুয়ারে সরকার কর্মসূচি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গৌতম পাল, মহকুমা শাসক সপ্তর্ষি নাগ, করণদিঘি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, করণদিঘি থানার আইসি সৌমজিৎ রায়, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান ও অন্যান্যরা ।

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages