শিলিগুড়ির রাস্তায় পাওয়া গেল প্রচুর আধার কার্ড - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শিলিগুড়ির রাস্তায় পাওয়া গেল প্রচুর আধার কার্ড

Share This

শিলিগুড়ির রাস্তায় পাওয়া গেল প্রচুর আধার কার্ড


আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, 03/08/2021 : শিলিগুড়ি শহরের একটি জায়গা থেকে আজ প্রচুর পরিমানে আধার কার্ড উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসে কাছে কানকাটা মোড় অঞ্চলে প্রচুর পরিমান আধার কার্ড উদ্ধার হয়। সকালে এলাকার বাসিন্দারা রাস্তা দিয়ে যাওয়ার সময় আধার কার্ড গুলো দেখতে পান।  কোথা থেকে এত পরিমান আধার কার্ড এসেছে অথবা কেউ ফেলে দিয়েছে কিনা তার কারণ জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে ভক্তিনগর থানার অন্তর্গত আশিকর ফাঁড়ির পুলিশ এসে আধার কার্ড গুলো উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এর মধ্যেই শিলিগুড়ি চয়ন পাড়ার এক বাসিন্দা খবর পেয়ে ছুটে এসে আধার কার্ড গুলো দেখেন, এবং  তার মধ্যে থেকে নিজের মেয়ের আধার কার্ডটি খুঁজে পেয়ে যান।  ঘটনাটি  জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages