আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 12/08/2021 : পশ্চিমবঙ্গের যে তিন জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে অন্যতম দার্জিলিঙ জেলা। উত্তরবঙ্গের দুটি জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। দার্জিলিং ও জলপাইগুড়ি, এই দুই জেলাতেই পর্যটনের জন্যে ভীড় হয় প্রতি বছর। আর মাস দুয়েক পর থেকেই এই দুই জেলায় পর্যটকদের ভীড় বাড়তে শুরু করবে। দার্জিলিং পাহাড়েও ব্যাপক ভীড় হবে, আর সেই কারনেই উদ্বিগ্ন দার্জিলিংয়ের প্রশাসন।
দার্জিলিং পাহাড়ে করোনা সংক্রমণ রুখতে গতকাল দার্জিলিংয়ে অনীত থাপার নেতৃত্বে গঠন করা হয়েছে 'দার্জিলিং গার্জিয়ানস ফোরাম'। করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ থেকে দার্জিলিং পাহাড়কে বাঁচাতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এই ফোরাম। সাধারন মানুষকে আরও বেশি করে প্রতিষেধক দেওয়ার ওপরেও জোর দেবে এই ফোরাম। এই ব্যাপারে আরও বিশদে কাজ করার জন্যে বিস্তারিত আলোচনা করতে আজ সকালে এই ফোরামের প্রতিনিধিরা সাক্ষাত করেছেন দার্জিলিং জেলা শাসকের সাথে।
দার্জিলিং গার্জিয়ান্স ফোরামের প্রতিনিধিরা হলেন অমর সিং রাই (চিফ কোঅর্ডিনেটর), দাওয়া লামা, জর্ডন নরবু, ডি বি গুরুং, এস এন প্রধান, ডি কে প্রধান ইয়িঙ্গ চুং ও তিলক দেওয়ান।