টার্গেট ত্রিপুরা : তৃণমূলের হয়ে সংগঠন তৈরি করতে ত্রিপুরা যাচ্ছেন সুস্মিতা দেব - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


টার্গেট ত্রিপুরা : তৃণমূলের হয়ে সংগঠন তৈরি করতে ত্রিপুরা যাচ্ছেন সুস্মিতা দেব

Share This

টার্গেট ত্রিপুরা : তৃণমূলের হয়ে সংগঠন তৈরি করতে ত্রিপুরা যাচ্ছেন সুস্মিতা দেব
সুস্মিতা দেব, কংগ্রেসে থাকাকালীন (ফাইল চিত্র)


আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 31/08/2021 : টার্গেট ত্রিপুরা। সুস্মিতা দেবকে ত্রিপুরায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। টানা ১৫ দিন ত্রিপুরায় থেকে সাংগঠনিক কাজ করবেন সুস্মিতা দেব। 

দলের নির্দেশে এবার ত্রিপুরা যাচ্ছেন সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সুস্মিতা দেব। বুধবার থেকেই শুরু হচ্ছে তাঁর ত্রিপুরা সফর।  বাংলার পর  এবার টার্গেট ত্রিপুরা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ত্রিপুরা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এবং প্রতিদিন দলের সাংগঠনিক শক্তি বাড়ছে সেখানে তাতে অশনি সংকেত দেখছে ত্রিপুরা বিজেপি।

আসাম কংগ্রেসের সাংসদ ও মহিলা মোর্চার প্রেসিডেনট সুস্মিতা দেব যথেষ্ট দাপুটে নেত্রী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার তিনি ত্রিপুরায় তৃণমূলের হয়ে সংগঠন তৈরির দায়িত্ব পেয়েছেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সুস্মিতা দেব

এমনিতেই গোষ্ঠী দ্বন্দে জেরবার বিজেপি। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সাঁড়াশি আক্রমণে অনেকটাই দিশেহারা এই মুহূর্তে। সুস্মিতা দেব জানালেন, বুধবার ত্রিপুরায় যাবেন তিনি। প্রায় ১৫দিনের কর্মসূচি রয়েছে সেখানে তাঁর। ৮ টি জেলার ৬০ বিধানসভা কেন্দ্রে তিনি ঘুরবেন। দলীয় বৈঠক করবেন। যোগ দেবেন মিছিলেও। তাঁর কথায়, ""দল যেভাবে দায়িত্ব দেবে সেভাবেই ত্রিপুরাতে আমি কাজ করবো"। 

সুস্মিতা দেবকে নিয়ে কোথায় কোথায় দলীয় বৈঠক এবং অন্যান্য কর্মসূচি করা হবে তা স্থির করছেন ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব, অবশ্যই তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে। সেপ্টেম্বরে সারা মাস জুড়েই ত্রিপুরাতে দলীয় কর্মসূচি থাকবে। সুস্মিতা দেব ছাড়াও বাংলা থেকে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ত্রিপুরাতে।

রিপোর্ট : শ্রেয়া বসু

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages