আজ খবর (বাংলা), সল্ট লেক, কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/08/2021 : বদলির নির্দেশ বাতিলের দাবীতে সাংবাদিকদের সামনেই আজ বিষ পান করলেন শিক্ষিকারা।
শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পাঁচজন শিক্ষিকা, দক্ষিণ 24 পরগনা এলাকার বাসিন্দা, তাঁরা আজ বিকাশ ভবনের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।
তাঁদের অভিযোগ যে বেআইনিভাবে তাঁদেরকে কুচবিহারের দিনহাটায় বদলি করা হয়েছে। যে কারণে তাঁরা এত দূরে চাকরি করতে সমস্যায় পড়েছিলেন। তাঁদের দাবি অবিলম্বে যাতে বাড়ির কাছাকাছি এলাকায় বদলি করা হয় । সেই কারণে তাঁরা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
এর পরেই ঘটনাস্থলে আসে বিধান নগর উত্তর থানার পুলিশ। তাঁদেরকে সরিয়ে দিতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে শিক্ষিকাদের ধস্তাধস্তি হয়, এর পরেই তাঁরা পুলিশের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষপানের পর অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে তড়িঘড়ি বিধান নগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে চিকিৎসাধীন পাঁচজন শিক্ষিকা।
রিপোর্ট : জয় গুহ