আজ খবর (বাংলা), মালদহ, পশ্চিমবঙ্গ, 30/08/2021 : বিজেপি প্রধানের ভাইপোকে আগ্নয়াস্ত্র সহ গ্রেফতার। তার সাথে আরও দুইজনক গ্রেবতার করলো পুলি। ঘটনাটি মালদা থানা এলাকার।
ধৃতদের কাছ থেক উদ্ধার হয়েছে দুইটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ, মোটর বাইক ও মোবাইল ফোন। আর এই নিয়ে প্রধান উকিল মন্ডলের অভিযোগ রাজনেতিক ষঢ়যন্ত্রের স্বীকার। পাল্টা যুব তৃণমূল নীতা প্রসেনজিৎ দাস এর দাবি এটা বিজেপির সংস্কূতি।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, আকাশ মন্ডল ,নয়ন সাহা ও তাপস মন্ডল। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার গভীর রাতে মালদা থানার ছাতিয়ানমোড় এলাকায় পুলিশ অভিযান চালায়। সেই সময় পুলিশ আকাশ মন্ডল ,নয়ন সাহা ও তাপস মন্ডলকে আটক করে। তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় এই অস্ত্র।তাদের মোটর বাইকও আটক করেছে পুলিশ।আকাশ মন্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।তাদের কাছ থেকে দুইটি অস্ত্র,৫ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।