আজ নাগাসাকিতে স্মরণে মননে পরমাণু বিস্ফোরণের সেই অভিশপ্ত দিন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ নাগাসাকিতে স্মরণে মননে পরমাণু বিস্ফোরণের সেই অভিশপ্ত দিন

Share This

আজ নাগাসাকিতে স্মরণে মননে পরমাণু বিস্ফোরণের সেই অভিশপ্ত দিন


আজ খবর (বাংলা), নাগাসাকি, জাপান, 09/08/2021 : 76 বছর পর আজ নাগাসাকি দিবস পালন করতে একত্রিত হচ্ছে জাপানিরা। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় 76 বছর আগে আজকের দিনেই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল মার্কিন সেনাবাহিনী। যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় সেদিন যাঁরা কোনমতে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন তাঁদের বেশিরভাগ মানুষই পঙ্গু হয়ে গিয়েছিলেন।

76 বছর পর আজ নাগাসাকি দিবস পালন করছে জাপান।  নাগাসাকির জিরো গ্রাউন্ড পিস পার্কে আজ জাপানের সাধারন মানুষ জমায়েত হতে শুরু করেছেন ইতিমধ্যেই । পরমাণু বিস্ফোরণে যাঁরা সেদিন মারা গিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবে জাপান। 


পরমাণু বিস্ফোরণের পরেও যাঁরা বেঁচে গিয়েছিলেন, সেইসব বৃদ্ধেরা, জাপানের প্রধানমন্ত্রী ইযেসিহিডে সুগা এবং 60টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। 

যদিও করোনা আবহে এই অনুষ্ঠানে সর্বাধিক 500 জন অংশগ্রহণ করতে পারবেন। গ্রাউন্ড জিরো পিস পার্কে পরমাণু বোমা বিস্ফোরণে যাঁরা নিহত হয়েছিলেন সেই 1,89,163 জন মানুষের নাম রাখা হয়েছে। 1945 সালের 9ই অগষ্ট এর সেই ভয়ঙ্কর দিনটিকে স্মরণীয় করে রাখতে 11:02 মিনিটে সমবেত মানুষ দু'মিনিট নীরবতা পালন করবেন। মনে মনে ফিরে যাবেন অভিশপ্ত সেই দিনটায়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages