আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/08/2021 : "অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি ও তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জিকে কয়লা দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ডেকে পাঠিয়েছে। ব্যানার্জি দম্পতির উচিত ইডিকে তদন্তের কাজে সবরকম সহযোগিতা করা," এই মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
বিজেপি নেতা অমিত মালব্য বলেন, "মমতা ব্যানার্জির ভাইপো ও তাঁর স্ত্রীকে কয়লা কাণ্ডে যুক্ত থাকার বিষয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায়। তাঁরা তো আর আইনের উর্দ্ধে নন ! কয়লা কাণ্ডে দুর্নীতি ও অবৈধভাবে আর্থিক লেনদেনে তাঁদের যোগাযোগ আছে কিনা ইডি সেটাই খতিয়ে দেখতে চাইছে। তাই তাঁদের উচিত হবে ইডিকে সহযোগিতা করা।"
কয়লা কাণ্ডে দুর্নীতির তদন্ত করতে ইডি ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জি ও রুজিরা ব্যানার্জিকে হাজিরার নোটিশ দিয়েছে। আগামী মাসের 1 তারিখে রুজিরা ব্যানার্জি সহ অন্যান্যদের ব্যাঙ্কের বিবরণী সমেত দেখা করতে বলা হয়েছে। আগামী মাসের 3 তারিখে ডাকা হয়েছে অভিষেক ব্যানার্জিকে।
গতকাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে অভিষেক বলেছেন, "কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাকে ভয় দেখাতে চাইছে বিজেপি। কিন্তু আমরা দুর্বল নই। আমরা ভয় পাই না। আমাদের কর্মীরা যেভাবে কাজ করছে, তাতে ভয় পেয়েছে বিজেপি। ত্রিপুরার জনসাধারণকে আমি আশ্বাস দিয়েছি, তাদের লড়াইয়ে আমরাও পাশে থাকব। শুধু ত্রিপুরাই নয়, দেশের যে কোনো রাজ্যে গণতন্ত্র বিরোধী কার্যকলাপ দেখলেই তৃণমূল জনগনের পাশে গিয়ে দাঁড়াবে।"
বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেন, "পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বহু বিজেপি কর্মী খুন হয়েছেন, তাঁদের রক্তে রাঙা হয়েছে এই রাজ্যের মাটি। প্রচুর বিজেপি মহিলা কর্মীকে ধর্ষণ এবং লাঞ্ছনা করা হয়েছে। নিজেদের ডানা আরও প্রসারিত করার আগে তৃণমূলের নিজেদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখা উচিত।"
প্রসঙ্গত উল্লেখ্য, কয়লা কাণ্ডে সিবিআই ইতিমধ্যেই অভিষেক ও রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে।