রেল লাইনে ধ্বস, বন্ধ ট্রেন চলাচল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রেল লাইনে ধ্বস, বন্ধ ট্রেন চলাচল

Share This

টানা বৃষ্টির ফলে আবারোও ধ্বস আহিরণ রেল স্টেশন সংলগ্ন রেললাইনে,বন্ধ রেল চলাচল।।   জেলা জুড়ে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হয়। টানা সেই দুই দিনের বৃষ্টির জেরে সুজনীপাড়া ও আহিরণ রেল স্টেশনের মধ্যেবর্তী রেল লাইনে ধস দেখা দিয়েছে।উল্লেখ্য বেশ কিছু দিন আগে টানা বৃষ্টির জেরে আহিরণ ব্রিজ সংলগ্ন অঞ্চলে ধস দেখা দিয়েছিলো। ফলে এই রুটের সমস্ত ট্রেন পাকুড় লাইন হয়ে পাস করা হয়। যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। সূত্রের খবর, অতি বৃষ্টিতে সুজনিপাড়া স্টেশন ও আহিরন স্টেশনের মাঝে প্রায় ৪০ মিটার এলাকা জুড়ে ধস নামে । খবর পাওয়া মাত্র তড়িঘড়ি পৌঁছয় রেলের আধিকারিকরা।রেল লাইনের সারানোর কাজ শুরু করা হয় ।


আজ খবর (বাংলা), মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, 14/08/2021 : টানা বৃষ্টির ফলে আবারোও ধ্বস আহিরণ রেল স্টেশন সংলগ্ন রেললাইনে,বন্ধ রেল চলাচল।।

জেলা জুড়ে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হয়। টানা সেই দুই দিনের বৃষ্টির জেরে সুজনীপাড়া ও আহিরণ রেল স্টেশনের মধ্যেবর্তী রেল লাইনে ধস দেখা দিয়েছে।উল্লেখ্য বেশ কিছু দিন আগে টানা বৃষ্টির জেরে আহিরণ ব্রিজ সংলগ্ন অঞ্চলে ধস দেখা দিয়েছিলো। ফলে এই রুটের সমস্ত ট্রেন পাকুড় লাইন হয়ে পাস করা হয়। যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।


সূত্রের খবর, অতি বৃষ্টিতে সুজনিপাড়া স্টেশন ও আহিরন স্টেশনের মাঝে প্রায় ৪০ মিটার এলাকা জুড়ে ধস নামে । খবর পাওয়া মাত্র তড়িঘড়ি পৌঁছয় রেলের আধিকারিকরা।রেল লাইনের সারানোর কাজ শুরু করা হয় ।

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages