আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 04/08/2021 : সংসদে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন আজ দিল্লীতে নারী নিরাপত্তা ইস্যুতে চেপে ধরতে চেয়েছিলেন দেশের স্বরাষ্টমন্ত্রী অমিত শাহকে। কিন্তু তার আগেই বিজেপি সাংসদ একই ইস্যুতে পশ্চিমবঙ্গের হাল তুলে ধরে পাল্টা চাপ দিলেন।
রাজধানী দিল্লীতে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে একটি ধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে। সেই ঘটনা নিয়ে সংসদে অমিত শাকে বেশ কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন। অমিত শাহকে কোনঠাসা করার আগেই অবশ্য এগিয়ে আসেন বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলি।
রুপা গাঙ্গুলি দৃঢ়তার সাথে ডেড়েককে প্রশ্ন করতে থাকেন কেন তৃণমূল নেতারা শুধুই দিল্লীর দিকে তাকিয়ে আছেন ? কেঁ তাঁরা দেখতে পাচ্ছেন না পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে কি ঘটছে ? পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা কোথায় ? কেঁ নির্বাচনের পর থেকে একে একে বিজেপি কর্মীদের খুন হয়ে যেতে হচ্ছে ?
রুপা গাঙ্গুলি পরে বলেন, "সংসদে আমরা যখনই পশ্চিমবঙ্গের কথা তুলি, তখনই হৈ হল্লা করে আমাদের থামিয়ে দেওয়া হয়। বলতে দেওয়া হয় না। বলা হয় ওটা রাজ্যের বিষয়, তাই এখানে আলোচনা করা যাবে না।"