আজ খবর (বাংলা), অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, 23/08/2021 : গতকাল রাখী পূর্ণিমার দিনেই শেষ হল এবছরের মত প্রতীকী অমরনাথ যাত্রা।
জম্মু ও কাশ্মীর প্রশাসন, কেন্দ্র সরকার এবং অমরনাথ তীর্থ কমিটি মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে এবারে আর অমরনাথ যাত্রা করা হবে না। জম্মু ও কাশ্মীর জুড়ে করোনা সংক্রমণ যাতে বেড়ে না যায়, সেই কারনেই এই বছর অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল। শুধুমাত্র প্রতীকী যাত্রা করা হয়েছিল। প্রতিদিন অমরনাথ গুহা থেকে দেবাদিদেবের দর্শন ও পূজা লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।
এই বছর অমরনাথ যাত্রার জন্যে আবেদন পত্র গ্রহণ করা শুরু হয়েছিল 15ই এপ্রিল থেকে। কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই করোনার কারনেই অমরনাথ যাত্রা এই বছরের মত স্থগিত হয়ে যায়। এই সিদ্ধান্তে সিলমোহর দেন রাজ্যের লেফটেনান্ট গভর্নর তথা অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান মনোজ সিনহা। সহমত পোষণ করেন বোর্ডের অন্যান্য সদস্যরাও।
গতকাল রাখী পূর্ণিমার দিনে মহাদেবের পবিত্র ছড়ি পৌঁছে গিয়েছে অমরনাথ গুহায়।