আফগানিস্তানে তখ্তের লড়াই ঘিরে চুড়ান্ত উত্তেজনা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আফগানিস্তানে তখ্তের লড়াই ঘিরে চুড়ান্ত উত্তেজনা

Share This

আফগানিস্তানে তখ্তের লড়াই ঘিরে চুড়ান্ত উত্তেজনা


আজ খবর (বাংলা), কাবুল, আফগানিস্তান, 22/08/2021 :  আফগানিস্তানের পাঞ্জ্শির জায়গাটিকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাঞ্জ্শির দখল করতে মরিয়া প্রয়াস চালাতে চাইছে তালিবান গোষ্ঠী। 

পাঞ্জ্শির জায়গাটি একটি পার্বত্য দুর্গের মত জায়গা। অত্যন্ত দুর্গম সেই এলাকা। তালিবানরা গোটা আফগানিস্তান দখল করে নিলেও পঞ্জ্শির এখনও পর্যন্ত দখল করতে পারে নি। বেশ কয়েকটি জেলার মোট 512টি গ্রাম নিয়ে পাঞ্জ্শির এখনও অপ্রতিরোধ্য। এখানকার যোদ্ধা নর্দার্ন এলায়েণ্সকে হারাতে বা দমাতে পারে নি তালিবান। এর আগের বার অর্থাৎ 1996 সালেও গোটা আফগানিস্তানের দখল নিলেও পাঞ্জ্শির দখল করতে পারে নি তালিবান যোদ্ধারা। এমন কি রাশিয়ান সেনাবাহিনীও নর্দার্ন এলায়েন্স কে পরাজিত করতে পারে নি বিগত দিনে।

পাঞ্জ্শির কথাটির মানে হল পাঁচটি শের বা সিংহ। বলা হয় এই এলাকায় এসেছিলেন পঞ্চপাণ্ডব। মহাভারতের সময় এই অঞ্চলের নাম ছিল গান্ধার। মহাভারতের চারিত্র গান্ধারী ছিলেন এই গান্ধার প্রদেশেরই মানুষ। পঞ্চ পান্ডবের নামেই উপত্যাকার নাম হয়েছিল পাঞ্জ্শির।


আফগানিস্তানের ভাইস প্রেসিডেনট আমিরুল্লা সালেহ এই পাঞ্জ্শিরেই আশ্রয় নিয়েছেন। নর্দার্ন এলায়েণ্স এর সাথে তাঁর দীর্ঘ দিনের যোগসূত্র। এমনকি নর্দার্ন এলায়েণ্স তাঁর নিজের হাতে গড়া । এই পাঞ্জ্শিরে বসেই তালিবানদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আমিরুল্লা সালেহ। আফগানিস্তানের ছোট ছোট তালিবান বিরোধী দলগুলিকে একত্রিত করে তালিবানদের বিরুদ্ধে সংঘাত তৈরি করছেন সালেহ। এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যও চেয়েছেন তিনি। 

সালেহর এই ঔদ্ধত্ত্ব মেনে নিতে রাজি নয় তালিবানরা। তারা আজ নর্দার্ন এলায়েণ্সকে চার ঘন্টা সময় দিয়েছে আত্মসমর্পণ করার জন্যে। তালিবান যোদ্ধারা পাঞ্জ্শির পর্যন্ত এগিয়ে এসেছে। এদিকে পাঞ্জ্শির এলাকায় এখনও দাপিয়ে বেড়াচ্ছে নর্দার্ন এলায়েণ্স এর যোদ্ধারা। সব মিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে পাঞ্জ্শির উপত্যাকায়। সম্মুখ সমরে তালিবান-নর্দার্ন এলায়েনস। এই সংঘাতের সমঝোতায় নেমেছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেনট হামিদ কারযাই। আপাতত গোটা বিশ্বের নজর রয়েছে পাঞ্জ্শিরের দিকে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages