নৌবাহিনীর নতুন পালখ 'বিক্রান্ত'কে এই প্রথম জলে নামান হল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নৌবাহিনীর নতুন পালখ 'বিক্রান্ত'কে এই প্রথম জলে নামান হল

Share This

নৌবাহিনীর নতুন পালখ 'বিক্রান্ত'কে এই প্রথম জলে নামান হল


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 04/08/2021 : কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল দেশে নির্মিত বিমানবাহী জাহাজ "বিক্রান্ত"-এর সমুদ্রে পরীক্ষামূলক ভাবে চালানোর প্রশংসা করেছেন। 

কোচিন শিপ ইয়ার্ড দ্বারা নির্মিত ভারতীয় নৌবাহিনীর জন্য এই যুদ্ধজাহাজটি সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত হয়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী বলেছেন, সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত এই যুদ্ধজাহাজের নকশা এবং নির্মাণ কাজ সমগ্র জাতির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি বলা চলে। তিনি বলেন, এটি মেক ইন ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের একটি প্রতিফলন। দেশের স্বার্থে এই ধরনের গৌরবান্বিত কাজ করার জন্য তিনি কোচিন শিপইয়ার্ড এবং ভারতীয় নৌ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতে দেশীয়ভাবে নির্মিত প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ "বিক্রান্ত" ২১,৫০০ টন বিশেষ গ্রেড ইস্পাত দিয়ে নির্মিত হয়েছে। জাহাজটি ২৬২ মিটার দীর্ঘ এবং প্রস্থে ৬২ মিটার। এর উচ্চতা ৫৯ মিটার। এই যুদ্ধজাহাজটি একটি ছোটখাটো ভাসমান শহরের মতো। এই জাহাজের ডেকটি দুটি ফুটবল খেলার মাঠের সমান। এই যুদ্ধ জাহাজটিতে সর্বমোট ১৪ টি ডেক রয়েছে। একসঙ্গে ১৭০০ নাবিকের থাকার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি মহিলা আধিকারিকদের জন্য অতিরিক্ত কেবিন রাখা হয়েছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages