আজ খবর (বাংলা), বড়ঞা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, 13/08/2021 : সাত সকালেই মুর্শিদাবাদের বড়ঞায় খুন, তৃনমূলের পঞ্চায়েত সদস্য!
সকাল বেলাতেই ধান জমি থেকেতৃনমুল কংগ্রেসের নেতা ও পঞ্চায়েতের সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে বাড়ি থেকে স্থানীয় সুন্দরপুর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলেন বড়ঞা ব্লকের কুরুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের শ্রী রামপুর গ্ৰামের তৃণমূলের সদস্য মুস্তফা সেখ।
আর তার পরেই চৌতপুর গ্ৰাম সংলগ্ন মাঠে তার দেহ দেখতে পান এলাকাবাসী , পরে ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশকে। এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় । তবে ঠিক কি কারণে এই খুন তার কোনোকিনারা এখনো পর্যন্ত পুলিশ করে উঠতে পারে নি। এই মুহুর্তে গোটা ঘটনার তদন্তে নেমেছে বড়ঞা থানার পুলিশ।
রিপোর্ট : সুতপা পোদ্দার