খেলা হবে দিবস দিন পাল্টে করুক : রাজভবনে শুভেন্দু - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


খেলা হবে দিবস দিন পাল্টে করুক : রাজভবনে শুভেন্দু

Share This

খেলা হবে দিবস দিন পাল্টে করুক : রাজভবনে শুভেন্দু


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 10/08/2021 : রাজভবনে রাজ্যপালের সাথে বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী সহ বেশকিছু সন্যাসীর সাক্ষাৎকার।

16ই আগস্ট কালা দিবস পালন করবে সনাতন ধর্মের প্রচারকরা 1946 সালে 16ই আগস্ট এই দিনটি রেড ক্যালকাটা ক্লিন দিবস হিসাবে পালন করে আসছে। আগামী 16 ই আগস্ট ওইদিনই তৃণমূল কংগ্রেসের তরফে খেলা দিবস পালন করা হবে। এর বিরোধিতা করে বিভিন্ন মঠের মহারাজ সন্ন্যাসী রা রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন।

সেই সঙ্গে জগন্নাথ ধাম মেচেদা মন্দিরের চেয়ারম্যান প্রতিনিধি হয়ে আজ শুভেন্দু অধিকারী আজকের এই আলোচনা পর্বে অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে মহারাজ বন্ধু গৌরব ব্রহ্মচারী উদ্ধারণ মঠের প্রতিনিধি হয়ে তিনি বলেছেন, আগামী 16ই আগস্ট এই দিনটি পরিবর্তন করে অন্য কোনো যেকোনো দিনে তৃণমূল কংগ্রেস খেলা দিবস পালন করুক। এই আবেদন তারা করেছেন। 

সেইসঙ্গে খেলা দিবসের বিরোধিতায় রাজ্যপাল জাগদীপ ধনকার টুইট করেছেন, আগামী 16ই আগস্ট খেলা দিবস বিরোধিতা করেছেন এবং সন্ন্যাসীরা জানিয়েছেন, রাজ্যপালের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এবং রাজ‍্যপাল আশ্বাস দিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে খেলা দিবস বিষয়ে এই দিনটি পরিবর্তন করতে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages