উড়ন্ত বিমান থেকে টপ টপ করে পড়তে শুরু করল মানুষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উড়ন্ত বিমান থেকে টপ টপ করে পড়তে শুরু করল মানুষ

Share This

উড়ন্ত বিমান থেকে টপ টপ করে পড়তে শুরু করল মানুষ


আজ খবর (বাংলা), কাবুল, আফগানিস্তান, 16/08/2021 : অগ্নিগর্ভ আফগানিস্তানের নতুন প্রেসিডেনট হলেন তালিবান নেতা আবদুল গনি বরাদর। পাশাপাশি দেশটার নাম বদলে রাখা হল ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান । 

আফগানিস্তানের রাজধানী পুরোপুরি কাবুল দখল হয়ে গিয়েছে গতকালই । আফগানিস্তান ছেড়ে অসংখ্য মানুষ পালাতে শুরু করেছে। গোটা আফগানিস্তান এখন তালিবানদের দখলে। কয়েক হাজার ভারতীয় এখনও সেই দেশে আটকে আছেন। তাঁদের উদ্ধারের ব্যাপারে রাষ্ট্রসংঘে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক।



আফগানিস্তান থেকে বিভিন্ন দেশের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। যে কয়েকটি বিমান ছাড়ছে সেই বিমানে উঠে দেশ ছেড়ে পালাতে হাজার হাজার মানুষ ভীর করছেন। আজ একটি বিমানের ইঞ্জিনে উঠে এবং চাকা আঁকড়ে ধরে পালাতে চেয়েছিলেন বহু মানুষ। আকাশে ওড়ার পর বেশ কয়েকজন উড়ন্ত বিমান থেকে টপ টপ করে মাটিতে আছড়ে পড়ে মারা যান। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়  গতা দুনিয়া। সব মিলিয়ে ভয়ংকর পরিস্থিতি আফগানিস্তানে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages