আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 15/08/2021 : কসবার বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী কার্তিক চন্দ্র দত্তকে দেওয়া হল রাষ্ট্রপতি পুরস্কার।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির তরফ থেকে বিশেষ সম্মান পত্র পেয়ে আপ্লুত কসবার বাসিন্দা 97 বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী কার্তিক চন্দ্র দত্ত। আজ তাঁর নিজস্ব বাসভবনে রাষ্ট্রপতির তরফ থেকে সম্মান পত্র ও উপহার পাঠানো হল। যদিও আগেকার অগ্নিযুগের সেই দিনের কথা এখন খুব একটা মনে নেই তাঁর।
97 বছর বয়সে বার্ধক্যজনিত কারণেই অনেক স্মৃতি যেন তাঁর মুছে মুছে গিয়েছে, এখন আর মনে রাখতে পারেন না তিনি অনেক কিছুই। ভারতছাড়ো আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কার্তিক চন্দ্র দত্ত। তার ছেলে দিবাকর দত্ত এই তাঁর বাবার এই কর্মকাণ্ড নিয়ে বেশ গর্ববোধ করেন।
15ই আগস্টে স্বাধীনতা দিবসের আগেই রাষ্ট্রপতির তরফ থেকে এই সম্মান পেয়ে কার্তিক চন্দ্র দত্ত ও তাঁর পরিবারের লোকজন খুব খুশি। প্রত্যেক বছরই রাষ্ট্রীয় সম্মান তিনি পান। যেহেতু কোভিড সিচুয়েশন চলছে তাই স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ ওনার বাড়িতে এসে ওনাকে এই সম্মান পত্র দিয়ে সম্মানিত করা হল।
রিপোর্ট : জয় গুহ