আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 07/08/2021 : দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, দেশের 50 কোটি মানুষ ইতিমধ্যেই কোভিড 19-এর ভ্যাকসিন পেয়ে গিয়েছেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, "টিকাকরণের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে, ভারতীয়দের প্রত্যাশায় এই সংখ্যা গড়ে উঠেছে এবং 'সকলকে বিনামূল্যে টিকাকরণ'এর আওতায় আমাদের নাগরিকদের টিকাদান সুনিশ্চিত করছে।"
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,"ভারতে কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে এই সংখ্যা অনুপ্রেরণা যোগায়। টিকাকরণের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে।আমাদের প্রত্যাশায় এই সংখ্যা গড়ে উঠেছে এবং সকলকে টিকা,বিনামূল্যে টিকা-এর আওতায় আমাদের নাগরিকদের টিকাদান সুনিশ্চিত করছে।"
Loading...