45 বছর পর ফের ছবি প্রযোজনায় অরোরা ফিল্মস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


45 বছর পর ফের ছবি প্রযোজনায় অরোরা ফিল্মস

Share This

45 বছর পর ফের ছবি প্রযোজনায় অরোরা ফিল্মস


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 19/08/2021 : Aurora ফিল্ম corporation 115 বর্ষে নতুন ছবি প্রযোজনা করল। শেষ ছবি 45 বছর আগে utpolendu চক্রবতী র ময়না তদন্ত প্রযোজনা  করে । 

প্রসঙ্গত 1921 সালে অরোরা র প্রথম ছবি মুক্তি পায় । তার 100 বছর পর aurora র নতুন ছবি কাল কক্ষ মুক্তি পেতে চলেছে। SRFTI এর উত্তীর্ণ দুই নবীন পরিচালক শর্মিষ্ঠা নন্দী ও রাজদীপ পাল এই ছবি পরিচালনা করেন। এরা দুজনেই এর আগে দুটি short film পরিচালনা করেন অরোরার সঙ্গে। দুটি ছবি জাতীয় পুরস্কার পায় ।  বুধবার কলকাতা প্রেস ক্লাব এ ছবিটির পোস্টার ও টিজার release করলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। 

ছবির মূল অভিনেতা অভিনেত্রী শ্রীলেখা মুখোপাধায়,  জনার্দণ ঘোষ প্রমুখ ছবি নিয়ে নানা ঘটনার উল্লেখ করেন। 

গৌতম ঘোষ অরোরা ফিল্ম corporation কে এই দুর্দিনে ছবি তৈরি তে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান । অরোরার কর্ণধার অঞ্জন বাবু জানান তার নতুন স্টুডিও শেষের পথে। তিনি আজ ও বিশ্বাস করেন অটিটি র যুগে নতুন ধারার  ফিচার ফিল্ম ফের দেশ কে নতুন পথ দেখাবে । এই বছরের শেষে কাল কক্ষ মুক্তি পাবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages