আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, 27/08/2021 : নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ার জন্যে আজ তিন জঙ্গীকে পাকড়াও করল কাশ্মীর জোন পুলিশ।
গত 16ই অগষ্ট নিরাপত্তা বাহিনীর দিকে গ্রেনেড ছুঁড়ে মেরেছিল কয়েকজন জঙ্গী। গ্রেনেডের আঘাতে সেদিন নিরাপত্তা বাহিনীর এক জাওয়ান আহত হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার লাঙ্গাটে নামে একটি জায়গায়। ঘটনার পরেই গতা এলাকায় কর্ডন করে তল্লাসি চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হযেছল জঙ্গীরা।
গ্রেনেড ছোঁড়ার ঘটনায় জড়িতদের বিভিন্ন জায়গায় খুঁজছিল নিরাপত্তা বাহিনী ও পুলিশ। আজ গোপন সুত্রে খবর পেয়ে ইসফাক আহমেদ দার নামে এক জঙ্গীকে ধরে ফেলে পুলিশ। এরপর তাকে জেরা করে আরও দুজনের কঞ্জ পাওয়া যায়।
এরপর তল্লাশি চালিয়ে জামশেদ আহমেদ শাহ ও জাভেদ আহমেদ খাঁ নামে আরও দুই জঙ্গীকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী।
ধৃত তিন জঙ্গীর থেকেই বেশ কিছু অস্ত্র উদ্ধার করা গিয়েছে। এরা তিন জনেই লস্কর ই তৈবার সদস্য বলে জানা গিয়েছে। ঐ তিন জনকেই 307 এর 3 ও 4 ধারায় গ্রেপ্তার করেছে কাশ্মীর জোন পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।