আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, 21/08/2021 : জম্মু ও কাশ্মীরে আজ ফের নিরাপাত্তা বাহিনীর সাথে এনকাউনটারে খতম হয়েছে তিন জঙ্গী। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোড়ায়।
জম্মু ও কাশ্মীরের অবন্তীপোড়ায় গতকাল থেকেই জঙ্গীদের সাথে এনকাউনটার চলছিল নিরাপত্তা বাহিনীর। গোপন সুত্রে খবর পেয়ে গতকাল ভোর রাতে এই অঞ্চলে তল্লাশি অভিযান চালাতে এসেছিল নিরাপত্তা বাহিনী । সেই সময় জঙ্গীদের সাথে গুলির লড়াই শুরু হয়ে যায়। গতকাল ঐ গুলির লড়াইয়ে এক জঙ্গীর খতম হওয়ার খবর এসেছিল। গতকাল সেই খবর প্রকাশ করেছিল 'আজ খবর'।
গতকালের এনকাউনটারের পর অবন্তীপোড়া এলাকায় রীতিমত চিরুনি তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী । এরপরেই ধুন্ধুমার বেঁধে যায়। ঐ এলাকায় লুকিয়ে থাকা জঙ্গীদের চ্যালেঞ্জ জানান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। নিমেষে গুলির লড়াই বেঁধে যায় অবন্তীপোড়ার নাগবায়রন ত্রাল এলাকায়। দুপক্ষের গুলির লড়াইয়ে আজ মোট 3 জঙ্গীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে কাশ্মীর জোন পুলিশ সুত্রে। গোটা এলাকা জুড়ে কর্ডন করে আরও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অবন্তীপোড়ায় এনকাউনটারে নিহত জঙ্গীরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জৈশ ই মহম্মদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।