আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/08/2021 : শিক্ষাক্ষেত্রে অর্থাৎ পড়াশুনায় অকৃতকার্য হয়ে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনার সংখ্যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্য স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ।
আজ এই রকম একটি হৃদয় বিদারক পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের শিক্ষা ব্যাবস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিজেপির সহ সভাপতি রীতেশ তেওয়ারি । রীতেশ বলতে চেয়েছেন পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যাবস্থার হাল এতটাই খারাপ যে পড়ুয়ারা অবসাদে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে।
একটি পরিসংখ্যান তুলে ধরে রীতেশ তেওয়ারি টুইট করে জানিয়েছেন গত 3 বছরে পশ্চিম বাংলায় মোট 2802 জন শিশু আত্মহত্যা করেছে। সমীক্ষার রিপোর্ট বলছে এরা পড়াশুনার ক্ষেত্রে অসফল হয়েই আত্মহননের পথ বেছে নিয়েছে। শিশুদের আত্মহত্যার নিরিখে দেশের মধ্যে সর্বোচ্য দ্বিতীয় স্থান অদিকার করেছে পশ্চিমবঙ্গ । যা দ সহজেই অনুমেয় যে এই রাজ্যের শিক্ষা ব্যাবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে।