2 সপ্তাহ পরেও জলবন্দী আমতার সহ্স্রাধীক মানুষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


2 সপ্তাহ পরেও জলবন্দী আমতার সহ্স্রাধীক মানুষ

Share This

2 সপ্তাহ পরেও জলবন্দী আমতার সহ্স্রাধীক মানুষ


আজ খবর (বাংলা), আমতা, হাওড়া, 20/08/2021 : ১৫দিন পরেও জলবন্দী আমতা ২ এর কামারগোড়িয়া গ্রামের হাজার হাজার মানুষ। পবিত্র মহরমের দিন গোটা গ্রামের কয়েক হাজার মানুষের জন্য খাবার পৌঁছে দিল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের জামিলা, মাকসুদরা।

কেটে গেছে এক পক্ষ কাল, রামপুর খালের বাঁধ ভেঙে হাওড়া জেলার আমতা ২ ব্লকের জয়পুর থানার কামারগোড়িয়া গ্রামটি পুরোটাই জলের তলায় এখনো। সম্প্রতি জল কমতে শুরু করলেও দীর্ঘদিন জল জমে থাকায় এলাকার মানুষজন নানা রকম ভাবে সমস্যার শিকার। অনেকেই ছাদে ত্রিপল টাঙিয়ে দিনগুজরান করলেও বেশিরভাগ মাটির বাড়ি, টিনের ও টালির চালের বাড়ির অধিবাসীরা হয় বাঁধে উঠে প্রাণ বাঁচানোর লড়াই করছেন না হলে অন্যত্র চলে গিয়েছেন ঘরদোর ছেড়ে। দুবেলা রান্না করার মতো পরিস্থিতি নেই প্রায় কারো। কয়েকটি সংগঠন ও গ্রামের মানুষের চেষ্টায় এই পনেরো দিন ধরে নিয়মিত রান্না করা খাবার পৌঁছে দেবার কাজ চলছে। তবে কলেবরে তা নিতান্তই কম। এদিন প্রায় গোটা গ্রামের দুবেলার খাবার রান্না করে পৌঁছে দিতে এগিয়ে এল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ - যাদের রেসকিউ দলের অনেক সদস্যের বসতি এই কামারগোড়িয়া গ্রামে এবং তারাও ভীষণভাবে সংকটের মুখে দাঁড়িয়ে।

এদিন ঘটনাচক্রে মুসলমান সম্প্রদায়ের দুঃখের ও ত্যাগের পরব - মহরমের দিন। যদিও সরকারী তরফে আগামী কাল ছুটি ঘোষিত হয়েছে কিন্তু প্রচলিত দিন হিসাবে আজকের দিনটিও মহরমের পবিত্র আবহ থেকে দূরে নয়। মুহররম বা মহরম হল ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। "মুহররম" শব্দটি আরবি শব্দ, যার অর্থ হল - পবিত্র, সম্মানিত। প্রাচীনকাল থেকে মুহররম মাস পবিত্র হিসাবে গণ্য। মহররমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে "আশুরা" বলা হয়ে থাকে। এবছরে ১৯ বা ২০ শে আগষ্ট এই আশুরার দিন পড়েছে। দেশ জুড়ে এই দিন পবিত্র মহরম পালিত হচ্ছে। বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষি এই মাসটি । কুরআনে সূরা তওবার ৩৬ নং আয়াতে বর্ণিত যে চারটি মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে মহররম অন্যতম। ইসলামের নবী মুহাম্মাদ এ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘রমজানের পরে সর্বোত্তম সাওম হলো মহররম মাসের সাওম এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজ্জুদের সালাত’।

এরকম একটা দিনে কামারগোড়িয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য শেখ মাকসুদ, সাথী সংগঠন খড়দহ নিউ এজ সোসাইটির সদস্যা জামিলা খাতুন সহ মঞ্চের তরফে সম্পাদক শুভ্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ সায়ন দে, শ্যামপুর থেকে সঙ্গীতা গিরি, সৌরভ হাজরা  প্রিয়া দাস প্রমুখের উপস্থিতিতে দুহাজারের বেশি মানুষের জন্য খিচুড়ি সোয়াবিন আলুর দম চাটনি পাঁপড় ভাজা রান্না করেন গ্রামের কয়েকজন স্বেচ্ছাসেবী মানুষ ও সকলে থেকে এই সব বন্যা দুর্গতদের হাতে সেই খাবার তুলে দেওয়া হয়। হাওড়া জেলা যৌথ মঞ্চের এই সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্থানীয় সাথী সংগঠন গ্রিণ মিডোও। 

স্থানীয় মানুষের বক্তব্য - এলাকায় দীর্ঘদিন জল জমে থাকায় ছেলেমেয়েদের মন মেজাজ খারাপ হয়ে উঠছিল। আজ সমগ্র গ্রামবাসীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে পরিবেশ মঞ্চ সকলকে একটু হলেও মনের ভার হালকা করল। তাই সবাই ধন্যবাদ জানায়।

গ্রামে জল কমে গেলেই সাপের উপদ্রোপ কমাতে সচেচনতা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ। এলাকায় স্যানিটাইজেশন, ব্লিচিং ছড়ানো ইত্যাদির কাজেও পরিবেশ মঞ্চ এগিয়ে আসবে বলে জানানো হয়েছে পরিবেশ মঞ্চের তরফ থেকে।

রিপোর্ট : সায়ন দে

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages