আজ 22শে শ্রাবণ, কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছে রাজ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ 22শে শ্রাবণ, কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছে রাজ্য

Share This

আজ 22শে শ্রাবণ, কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছে রাজ্য
রায়গঞ্জে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়েছে


আজ খবর (বাংলা), রায়গঞ্জ ও শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, 08/08/2021 : আজ ২২ শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়ান দিবস। 

সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও যথাযথ মর্যাদার সাথে পালিত হলো বিশ্বকবির প্রয়ান দিবস।  তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে শহরের ঘড়িমোড়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করার পাশাপাশি কবিগুরুর স্মৃতিচারনা অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষের তরফে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,  চেয়ারম্যান ইন কাউন্সিল বরুন ব্যানার্জি,  বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি,  সুশীল গোস্বামী সহ পুরসভার কাউন্সিলরগন। বর্তমান সমাজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক চেতনা সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদেরা। 

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন,  কোভিড আবহে সমস্ত বিধিনিষেধ মেনে অনাড়ম্বর ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস পালন করা হলো। রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে  তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শিলিগুড়িতে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করা হচ্ছে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস । শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন তথা তার গীত-রচনাবলী উচ্চারণের মধ্য দিয়ে স্থানীয় বাঘাযতীন পার্কে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উদযাপন 

রিপোর্ট : সুতপা পোদ্দার ও ভাস্কর চক্রবর্তী

(সৌজন্যেঃ গৌতম দেব প্রশাসক শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন)

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages