ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট 15 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট 15

Share This

ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট 15


আজ খবর (বাংলা), বানারহাট, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, 31/08/2021 : ভ্যাকসিন নিতে গিয়ে বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে গুরুতর আহত ১৫ জন। ঘটনাস্থল ডুয়ার্সের বানারহাট ।

কোভিড ভ্যাকসিন নিয়ে এমনিতেই ভোগান্তির শেষ নেই।তার উপর টিকাকরণের লাইনে চলে বিশৃঙ্খলা।কোন কোন জায়গায় তো রাত জেগেই চলছে নিজের জায়গাটি বজায় রাখার হিড়িক।সব মিলিয়ে করোনা ভাইরাসের টিকাকরণ যে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি,তা সম্প্রতি মাথা ব্যথার কারণ।


টিকাকরণকে কেন্দ্র করে এবার এমন একটি ঘটনা সামনে এল,যা রীতিমতো ভয়ানক।টিকাকেন্দ্রে মানুষের ভিড়ের চাপে ভাঙলো গেট।পদপিষ্ট হয়ে আহত হলেন অনেকে।কোভিড প্রটোকল শিকেয় তো উঠেছেই।তার পাশাপাশি টিকাকরণ নিয়ে বিশৃঙ্খলা বড়ই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

টিকা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হওয়ার ঘটনা এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে ক্যামেরায়।এবার ভ্যাকসিন নিতে গিয়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বানারহাটের  শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দূরামারী এলাকা। কাতারে কাতারে মানুষ দুরামারি উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিনেশন ক্যাম্পে সকাল থেকে ভিড় জমান। ভিড় এতটাই বেসামাল হয়ে পড়ে যে গেট ভেঙে নিচে পড়ে যায় কমপক্ষে ৩০ জন মানুষ। ৩০ জন মানুষের উপর দিয়ে হেঁটে চলে যান কয়েক হাজার মানুষ। এতে কমপক্ষে গুরুতর আহত হন ১৫ জন। কারো কান থেকে রক্তপাত ,মাথা থেকে ঝরঝরিয়ে রক্ত পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারিদিকে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এবং ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে এই দূর্ঘটনার পরেও ভ্যাক্সিনেশন ক্যাম্পে প্রচুর ভিড় আরো হতবাক করে দেওয়ার মতো দৃশ্য।

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত।তার তত্ত্বাবধানে পুলিশ তদ্ন্ত শুরু করেছে।

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages